Bangla
7 days ago

ডিসেম্বরে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর

Published :

Updated :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন বিষয়ক অগ্রগতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রেস সচিব জানান, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ৮ লাখ আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন থাকবে এবং তাঁদের সবাইকে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন ড. ইউনূস। দেশের মোট ভোটারের অর্ধেকই নারী—তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত নারী কর্মকর্তা নিয়োগের ওপর তিনি জোর দিয়েছেন।

এছাড়া ১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। এরপর থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল। ড. ইউনূস শুরু থেকেই বলে আসছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৩ জুন লন্ডনে ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন ইঙ্গিত পাওয়া যায়, যার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ দেখা যাচ্ছে।

Share this news