Bangla
5 days ago

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু

Published :

Updated :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। একইসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, তবে এর উদ্যোগ নিতে হবে বর্তমান সরকারকেই।

রোববার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বৈঠক শেষে আমীর খসরু জানান, ৩১ দফা দাবিকে কেন্দ্র করে আলোচনা হয়েছে এবং সম্মিলিতভাবে একটি রূপরেখা তৈরি করে তা সরকারের কাছে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, "আমাদের দৃঢ় বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব।" 

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বরকত উল্লাহ বুলু। অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মাহফুজ রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news