ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানালেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
Published :
Updated :
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের সাফ দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার (১৮ মে) গুলশানের হোটেল সারিনায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, সরকার এমনভাবে কাজ করছে যেন এটি একটি নির্বাচিত সরকার। কিন্তু এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, যাদের মূল দায়িত্ব ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তারা বলছে, সংস্কার ও ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, কিন্তু সেই ঐক্যমত কোথায়, তা প্রকাশ করছে না।
আমীর খসরু আরও বলেন, বর্তমানে বাংলাদেশ এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এখন আর কার্যকরভাবে চলমান নয়। জাতি এক ধরনের উৎকণ্ঠায় রয়েছে। নির্বাচন যত বিলম্ব হচ্ছে, দেশ তত বেশি অস্থিরতার দিকে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচন না করে অন্যসব বিষয় নিয়ে ব্যস্ত। করিডর, বিনিয়োগ সম্মেলন, বন্দরের মালিকানা হস্তান্তর—এসব সিদ্ধান্ত নিচ্ছে তারা কোন ক্ষমতায়? এসব সিদ্ধান্তের পেছনে জনসমর্থনের কোনো ভিত্তি নেই।
দক্ষিণের মেয়র সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী বাস্তবায়ন হওয়া উচিত, কিন্তু তা হচ্ছে না। নতুন নতুন লোককে দায়িত্ব দেওয়া হচ্ছে—তাদের পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সংস্কার নিয়ে আমীর খসরু বলেন, এটি জনগণের ইচ্ছার ভিত্তিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে। বিএনপিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে তিনি জানান, তাদের সামাজিক গ্রহণযোগ্যতা যাচাই করে সদস্য নেওয়া হবে। সংঘাতময় নয়, বরং সহাবস্থানের রাজনীতি চায় বিএনপি। কেউ রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলে, তাদের প্রতিরোধ করা হবে।
এ সময় আগামী নির্বাচনগুলো নিয়মিত, অবাধ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।