Bangla
2 days ago

ডিসেম্বরের মধ্যয়েই নির্বাচন সম্পন্ন করতে হবে: তারেক রহমান

Published :

Updated :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়া সরকারের বাধ্যবাধকতা, এখানে সরকারের ইচ্ছা-অনিচ্ছার কোনো অবকাশ নেই।

তারেক রহমান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হুমকি-ধমকি উপেক্ষা করে সরকারের গঠনমূলক সমালোচনা চালিয়ে যেতে হবে এবং নিজেদের অধিকার আদায়ে সক্রিয় থাকতে হবে। দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের দয়াদাক্ষিণ্যের উপর নির্ভরশীল নয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদের সাক্ষাতের এক দিন পর আজ রোববার (২৫ মে) তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও নির্বাচনের তারিখ ঘোষণা এবং সুস্পষ্ট দিনক্ষণ জানাতে দাবি জানিয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে প্রয়োজনীয় সংস্কারের জন্য সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন।

তারেক রহমান বাজেট প্রণয়ন এবং এনবিআর সংস্কার ইস্যুতেও মত দেন। তিনি বলেন, বাজেট পাসের ঠিক আগে এনবিআরে হঠাৎ সংস্কার চাপিয়ে দেওয়ায় রাজস্ব আদায়ে অচলাবস্থা তৈরি হয়েছে, যা অর্থনীতির জন্য ভালো নয়। তিনি মনে করেন, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারই এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম।

সরকারের জবাবদিহিতার ঘাটতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের মানুষ যখন রাজনৈতিক ক্ষমতায়ন পায় না, তখন সরকারের স্বৈরাচারী আচরণ করার প্রবণতা বাড়ে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। এই অস্থিরতার সুযোগে পরাজিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার অপেক্ষায় আছে বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসপিপির সভাপতি অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির নেতারা এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতিনিধিরা। 

Share this news