Bangla
a day ago

দক্ষিণ আমেরিকায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Published :

Updated :

আর্জেন্টিনা ও চিলির দক্ষিণাঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পাশাপাশি আরও দুটি আফটারশকও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলজুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজ অঞ্চলে।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চিলির কর্তৃপক্ষ সুনামির আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ‘ম্যাগালানেস অঞ্চলজুড়ে উপকূলীয় এলাকা দ্রুত খালি করতে হবে।’

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও জনগণকে আতঙ্কিত না হয়ে শান্তভাবে কাজ করতে এবং প্রশাসনের দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে উপকূলীয় বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৩০ মিটার উঁচু নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।

Share this news