Published :
Updated :
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন হামলা শুরু করেছে। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের ওই অঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় তাদের যুদ্ধবিমান দিয়ে আক্রমণ শুরু করা হয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে, শনিবার সকালে এক ঘণ্টার ব্যবধানে ইরানের ছোড়া অন্তত আটটি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে বলে দাবি করেছে আইডিএফ। স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এই ড্রোনগুলো বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবেশ করে।
আইডিএফ জানায়, ইসরায়েলের দক্ষিণের এলিয়াত এলাকা থেকে শুরু করে উত্তরের সিরিয়া সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত এই ড্রোনগুলো শনাক্ত করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় এর মধ্যে অন্তত পাঁচটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে। বাকি তিনটি ড্রোনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।