Bangla
a month ago

দলীয় কাজে লন্ডনের পথে মির্জা ফখরুল

Published :

Updated :

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বিএনপি সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল। এই সফরে লন্ডনে অবস্থান করা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। এরপর চিকিৎসার জন্য ১৩ ডিসেম্বর লন্ডন যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Share this news