Published :
Updated :
শহীদদের আত্মত্যাগের মহিমা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন এবং তা কার্যকর করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ দাবি জানায় সংগঠনটি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বার্তায় বলা হয়, ঈদুল আজহা ত্যাগ ও সহনশীলতার শিক্ষা দেয়। এই দিনে শুধু পশু কোরবানি করাই নয়, বরং নিজের অহংকার, আত্মকেন্দ্রিকতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মানসিকতাকেও পরিত্যাগ করার প্রতিশ্রুতি নেওয়ার সময়। ন্যায়ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আগামী প্রজন্মের জন্য একটি সত্য ও ন্যায়ের পথ তৈরি করাই হোক এ দিনের মূল অঙ্গীকার।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে এ দেশের মানুষ তাদের আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ তুলে ধরেছিল। ত্যাগী ও সাহসী মানুষদের রক্তের বিনিময়ে জাতি নতুন আশার আলো দেখেছিল। তারা বুঝিয়ে দিয়েছিল যে, দায়িত্ব না নিলে পরিবর্তন সম্ভব নয় এবং আত্মত্যাগ ছাড়া মুক্তির পথ খোলা থাকে না।
বার্তায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, ঈদের এই পবিত্র দিনে আমরা তাদের স্মরণ করি এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। সেই আত্মত্যাগের উদ্দেশ্য সফল করতে হলে অবিলম্বে জুলাই সনদ ও জুলাই ঘোষণার রূপরেখা তৈরি ও বাস্তবায়ন করতে হবে। ত্যাগের এই শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হোক—এটাই হোক ঈদের মূল বার্তা।