Bangla
3 days ago

দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

Published :

Updated :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা বর্তমানে কক্সবাজারসহ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কক্সবাজারবাসীর যেন ক্ষতি না হয়, তা এখন বিবেচনার সময় এসেছে। তাই দ্রুত এই সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে জনসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘কক্সবাজারসহ দেশের জনগণ দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় আছে। আমরা বলেছি, জুলাই মাসের মধ্যেই 'জুলাই সনদ' ঘোষণা করতে হবে। কক্সবাজারে মানুষের কল্যাণে একটি সুস্পষ্ট পর্যটন নীতি প্রণয়ন জরুরি।’

তিনি আরও বলেন, “কে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) বুঝে বা না বুঝে, তাতে সংস্কার থেমে থাকবে না। আমরা জানি, জনগণ পরিবর্তন চায়। তাই সংসদের উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব প্রবর্তন করতে হবে এবং নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য নিরপেক্ষ সাংবিধানিক কমিটি গঠন করতে হবে।”

তিনি উল্লেখ করেন, “সংস্কার কোনো দলের বিরুদ্ধে বা পক্ষে নয়—এটি বাংলাদেশের ও জনগণের স্বার্থে। আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে।”

শেখ হাসিনাকে “অপরাধের গডফাদার” হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “শুধু তিনিই ছিলেন না, তার নেতৃত্বে দেশজুড়ে গডফাদার তৈরি হয়েছে। নারায়ণগঞ্জে যেমন ছিলেন, কক্সবাজারেও তেমন গডফাদার সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা নতুন করে আর কোনো গডফাদারের উত্থান হতে দেব না।”

তিনি আরও বলেন, এনসিপি কক্সবাজারকে একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বাংলাদেশে গড়ে উঠবে নতুন কক্সবাজার।

বক্তব্যের শেষ দিকে তিনি দাবি করেন, কক্সবাজারে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত রোহিঙ্গা নাগরিক নুরুল মোস্তফাকে শহীদ হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে।

এ জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “আগামী বাংলাদেশের গঠন হবে বঙ্গোপসাগরকেন্দ্রিক। এ কারণে আমাদের নতুন করে সাগরভিত্তিক উন্নয়ন ভাবনা গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা বদিকে বিতাড়িত করেছি। এখন সময় এসেছে ইয়াবা ও মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর।”

শেখ হাসিনার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে বড় ভুল উল্লেখ করে তিনি বলেন, “এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে। কক্সবাজারে পর্যটন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণ, চিংড়ি ও লবণ চাষিদের সঙ্গে আলোচনা করা আবশ্যক।”

Share this news