Bangla
8 hours ago

দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে তিন বাংলাদেশি দেশে ফিরেছেন

Published :

Updated :

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বছর কারাভোগ শেষে তিন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ফিরে আসা ব্যক্তিরা হলেন—রুনা বেগম (৩২), মলি বেগম (৩৬) এবং ইউসুফ আলী (৪৩)। তাদের বাড়ি লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, তিন বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ভারতে পাচার হন। সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠালে দুই বছরের সাজা দেওয়া হয়। সাজা শেষে উভয় দেশের দূতাবাসের সহায়তায় তারা দেশে ফেরেন। 

Share this news