Bangla
a day ago

এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী

Published :

Updated :

আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, ৩১৭ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুন মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব হারিয়ে গেছে এবং সেখানে বর্জ্য স্তূপাকারে জমে রয়েছে, যা খাল পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাল রক্ষা ও পরিষ্কারে স্থানীয়দেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকার জলাবদ্ধতা সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে দুই সিটি করপোরেশন ইতোমধ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে। 

Share this news