ঈদে সড়কে গরুর হাট না বসানোর নির্দেশ, বাড়ানো হবে নজরদারি: উপদেষ্টা ফাওজুল কবির খান
Published :
Updated :
ঈদুল আজহা সামনে রেখে সড়ক ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, সড়ক-মহাসড়কে গরুর হাট বসানো যাবে না এবং হাটের গরু যেন সড়কে উঠে না আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১২ মে) বিদ্যুৎ ভবনে ঈদ প্রস্তুতি-সংক্রান্ত এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, কোথায় কতটুকু জায়গায় হাট বসবে, তার ম্যাপ ও স্কেচ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাসে অতিরিক্ত ভাড়া এবং কোরবানির পশু পরিবহনের সময় চাঁদাবাজি ঠেকাতেও প্রশাসন নজরদারি করবে বলে জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।
ঈদে সড়ক দুর্ঘটনা রোধে এবং যাত্রী ও পশুবাহী গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগের সরকারের সময় যেসব অনিয়ম ছিল, তা অনেকটাই কমানো গেছে। এবারের ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে সরকার প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।