Bangla
2 days ago

ঈদুল আজহা ব্যবস্থাপনায় প্রধান উপদেষ্টার নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

Published :

Updated :

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামগ্রিক ব্যবস্থাপনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই কমিটি কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পশু পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সমূহ তদারকি করবে।

আজ সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কাবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্য মূল্য থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এতে সমাজের দরিদ্র শ্রেণির মানুষ, যারা মূলত চামড়া বিক্রির টাকায় নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অব্যবস্থাপনার অবসান হওয়া দরকার।

তিনি আরও বলেন, একটি সিন্ডিকেট কাঁচা চামড়ার মূল্য নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। অস্থায়ী সরকার এই সিন্ডিকেট কিংবা কোনো ধরনের অব্যবস্থাপনার কারণে যেন মানুষ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে।

কোরবানির পশু পরিবহন ও হাটে বিক্রির সময় যেন কোনো ধরনের নিষ্ঠুরতা না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস।

তিনি কাঁচা চামড়া প্রক্রিয়াকরণে ইটিপি (এফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) এর সঠিক ব্যবহার নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা তার নির্দেশনা বাস্তবায়নের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের আদেশ দেন।

এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কাবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও চামড়া শিল্পের প্রতিনিধিরা। 

Share this news