Bangla
2 days ago

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া

Published :

Updated :

ইন্দোনেশিয়া ঘোষণা করেছে, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য জানায় দেশটির কর্তৃপক্ষ।

গালফ নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার প্রস্তুতি নেয়। 

আমিরাতের জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সন্ধ্যায় আমিরাতের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল এবং তা প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে। এতে ধারণা করা হচ্ছে, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ৬ জুন ঈদ উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটি। 

Share this news