Bangla
2 days ago

ঈদুল আযহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

Published :

Updated :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ ২২ মে থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রির বিশেষ কার্যক্রম, যা চলবে আগামী ৩ জুন পর্যন্ত। এই সময়ে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

টিসিবি প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে। এর মধ্যে ঢাকায় থাকছে ৫০টি ট্রাক, চট্টগ্রামে ২০টি, প্রতিটি বিভাগীয় শহরে ১০টি করে এবং দেশের বাকি ৫৬টি জেলা শহরেও ১০টি করে ট্রাক চলাচল করবে।

এই পণ্য বিক্রির কার্যক্রম প্রতিদিন পরিচালিত হবে, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও চলবে নিয়মিতভাবে।

এছাড়াও, কম আয়ের 'স্মার্ট ফ্যামিলি কার্ড'ধারী পরিবারগুলোকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহের চলমান কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Share this news