Published :
Updated :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদ মোবারক। পরিবার-পরিজন নিয়ে আনন্দময় ও নির্ভিগ্নভাবে ঈদ উদযাপন করুন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করুন এবং সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নিন। তাদের ভবিষ্যৎ উন্নয়নে মনোযোগ দিন এবং সন্তানদেরও এ বিষয়ে সচেতন করুন—এটাই আমার প্রত্যাশা।"
তিনি আরও বলেন, "ঈদের নামাজে সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রার্থনা করতে আহ্বান জানাই, যাতে পরাজিত শক্তির প্ররোচনা আমাদের বিভক্ত করতে না পারে। মহান আল্লাহ আমাদের সহায় হোন এবং সকলের জীবন আনন্দময় ও সফল হোক।"
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।