Bangla
2 days ago

ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট ২১ মে থেকে বিক্রি শুরু

Published :

Updated :

আসন্ন ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ঘরমুখো মানুষের সুবিধার্থে আগামী ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং এবারও শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হবে।

আজ সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি বলেন, ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে এবং ট্রেনের টিকিট যাত্রার ১০ দিন আগে থেকে পাওয়া যাবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে।

তিনি আরও জানান, অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট, ২৬ মে বিক্রি হবে ৫ জুনের টিকিট এবং ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

Share this news