Bangla
6 months ago

এক বছরে দেশে বেকার বেড়েছে ১ লাখ ৭০ হাজার, যুব শ্রমশক্তি কমেছে ২১ লাখ

Published :

Updated :

দেশে বেকারের সংখ্যা এক বছরের ব্যবধানে ১ লাখ ৭০ হাজার বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে দেশে বেকার মানুষের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার। ২০২৩ সালে যা ছিল ২৪ লাখ ৯০ হাজার।  

বিবিএস জানায়, কৃষি, সেবা ও শিল্প খাতে কর্মসংস্থান কমে যাওয়ায় বেকারত্ব বেড়েছে। পুরুষদের মধ্যে বেকারের সংখ্যা নারীদের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে পুরুষ বেকারের সংখ্যা ১৭ লাখ ৯০ হাজার এবং নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৭০ হাজার। ২০২৩ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ১৬ লাখ ৪০ হাজার এবং ৮ লাখ ৫০ হাজার। অর্থাৎ, এক বছরে পুরুষ বেকার বেড়েছে ১ লাখ ৫০ হাজার এবং নারী বেকার বেড়েছে ২০ হাজার।  

জরিপে দেখা যায়, শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কমেছে ১৯ লাখ ৫০ হাজার। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে শ্রমশক্তির সংখ্যা ছিল ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার, যা ২০২৪ সালের একই সময়ে কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৯১ লাখ ৮০ হাজার।  

বর্তমানে ৫ কোটি ৬৫ লাখ ২০ হাজার মানুষ কর্মে নিয়োজিত এবং বাকিরা বেকার। শ্রমশক্তির বাইরে রয়েছে ৬ কোটি ২৩ লাখ ৩০ হাজার মানুষ, যারা মূলত শিক্ষার্থী, অসুস্থ, অবসরপ্রাপ্ত বা গৃহিণী।  

যুব শ্রমশক্তিও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ সালে যুব শ্রমশক্তির সংখ্যা ছিল ২ কোটি ৬১ লাখ ৯০ হাজার, যা ২০২৪ সালে কমে ২ কোটি ৪০ লাখ ২০ হাজার হয়েছে। এই এক বছরে যুব শ্রমশক্তি কমেছে ২১ লাখ ১৭ হাজার। 

Share this news