Bangla
2 days ago

‘এক দেশ, এক রেট’ নীতিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন মূল্য নির্ধারণ

Published :

Updated :

দেশজুড়ে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য কমিয়েছে সরকার। নতুন নির্ধারিত ট্যারিফ অনুযায়ী, সর্বোচ্চ ১:৮ কনটেনশন রেশিওতে ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবার মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া ১০ এমবিপিএস ইন্টারনেট সেবার দাম হবে ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস-এর জন্য গ্রাহকদের দিতে হবে ১ হাজার ১০০ টাকা। মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন — সব স্তরেই এই মূল্য এককভাবে প্রযোজ্য হবে।

‘এক দেশ, এক রেট’ নীতিমালার আওতায় দেশের সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) এর জন্য নতুন এই ট্যারিফ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবার মাসিক দাম ছিল ৫০০ টাকা, যা এখন ৪০০ টাকায় নামানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। এই ট্যারিফ প্রাথমিকভাবে ৫ বছরের জন্য কার্যকর থাকবে। বিটিআরসি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই হার বলবৎ থাকবে। একই সঙ্গে আইএসপিগুলোকে এই ট্যারিফ ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া বাড়তি বা আলাদা সেবা চালু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সেবার মান নিশ্চিতে চালু করা হয়েছে ‘গ্রেড অব সার্ভিস’ ব্যবস্থা। এর আওতায়, কোনো গ্রাহকের সংযোগ টানা ৫ দিন বিচ্ছিন্ন থাকলে তার বিলের ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ১০ দিন বিচ্ছিন্ন থাকলে ২৫ শতাংশ এবং ১৫ দিন বা তার বেশি সময় সংযোগ না থাকলে সম্পূর্ণ মাসের বিল মওকুফ করতে হবে।

বিটিআরসি জানিয়েছে, এই উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত এলাকাসহ সর্বত্র সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা পাওয়া যাবে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্ত মেনে সেবা দিতে বাধ্য থাকবে।

এদিকে, আইএসপিএবির নেতাদের ভাষ্য অনুযায়ী, অনেক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইতোমধ্যে সরকার নির্ধারিত নতুন ট্যারিফের চেয়েও কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। পাশাপাশি সরকার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এর জন্যও নতুন মূল্য নির্ধারণ করেছে। 

Share this news