এক কার্গো এলএনজি, ৭০ হাজার মেট্রিক টন সার, ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কিনবে সরকার
Published :
Updated :
দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকার আজ এক কার্গো এলএনজি, ৭০ হাজার মেট্রিক টন সার এবং ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের জন্য কয়েকটি প্রস্তাব অনুমোদন করেছে।
আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ২১তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে প্রায় ৬০৮ কোটি টাকায় একটি এলএনজি কার্গো কিনবে।
শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিআইসি সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ১৩৮ কোটি টাকায় ৩০ হাজার মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার কিনবে, প্রতি টনের দাম ৩৭৭.৫০ মার্কিন ডলার।
কৃষি মন্ত্রণালয়ের আওতায় বিএডিসি সৌদি আরবের মা’আদেন কোম্পানি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির ভিত্তিতে প্রায় ৩৪৬ কোটি টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে, প্রতি টনের দাম ৭০৯ ডলার।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে টিসিবি যশোরের নোয়াপাড়ার মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে স্থানীয়ভাবে ৭১ কোটি টাকায় ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল সংগ্রহ করবে, প্রতি লিটারের দাম ১৫৯.৫০ টাকা।
এছাড়াও সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।