
Published :
Updated :

দামের উর্ধ্বগতির প্রেক্ষাপটে আমদানির অনুমতি দেওয়ার পর এক সপ্তাহেই ৯৩ টন কাঁচা মরিচ দেশে এসেছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ঈদের ছুটি শেষে শুধু রোববার বিকাল ৫টা পর্যন্তই ৫৫ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এরমধ্যে ভারত থেকে কাঁচা মরিচভরতি ছয়টি ট্রাক ঢুকেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে।
রোববার ঢাকার বিভিন্ন বাজারে কঁাচা মরিচ কেজিতে ৫০০ টাকার বেশি দামে বিক্রি হতে দেখো গেছে। মতিঝিল এজিবি কলোনি বাজারে প্রতি কেজির দাম ছিল ৬০০ টাকা। ঢাকার বাইরেও দাম এমনই ছিল।
বর্ষাকালে ক্ষেত নষ্ট হয় বলে কাঁচা মরিচের দাম কিছুটা বাড়ে প্রতিবারই। তবে এবার রান্নার আবশ্যকীয় এই পণ্যের দাম বৃদ্ধি লাগাম ছাড়িয়েছে।
ঈদের কিছু দিন আগে দাম ৪০০ টাকায় উঠে যাওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। ওই দিন থেকেই আমদানির অনুমতি বা আইপি দেওয়া শুরু হয়।
আমদানির এই অনুমতি আগামী তিন মাসের জন্য বহাল থাকবে।

For all latest news, follow The Financial Express Google News channel.