Bangla
2 months ago

একদিনে দুবার অল-আউট হলো বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ

Published :

Updated :

একদিনে দুবার অল-আউটের লজ্জায় পড়ে চট্টগ্রাম টেস্ট হেরেছে আবংলাদেশ। এই জয়ের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

প্রথম ইনিংসে মুমিনুলের ৮২ রান ও তাইজুলের ৫ উইকেট ছাড়া বাংলাদেশ দল থেকে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স দেখা যায়নি। প্রথম ইনিংসে ৮ জন ব্যাটসম্যান এক অঙ্কে আউট হয়েছেন, ফলে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১৫৯ রানে।

দ্বিতীয় ইনিংসে এক অঙ্কে আউট হওয়া ব্যাটসম্যানের সংখ্যা কিছুটা কমলেও দলের রান বাড়েনি। ৪১৬ রানে পিছিয়ে থেকে শুরু করা বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪৩ রানে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ হেরেছে ম্যাচ। 

প্রথম টেস্টে ৭ উইকেটে হারার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে।

Share this news