Published :
Updated :
পেশাদার ফুটবলের শেষ অধ্যায়ে থাকলেও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরনো উদ্দীপনায়। তবে গতকাল (বুধবার) রাতে ভিন্ন দুই প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে দুজনেই ফাইনালে ওঠার স্বপ্ন হারালেন।
সৌদির কিং আবদুল্লাহ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসর ৩-২ গোলে হারে জাপানের কাওয়াসাকির কাছে। শেষ সময়ে সহজ সুযোগ মিস করে হতাশা বাড়ান তিনি। ম্যাচের পর এক্সে (সাবেক টুইটার) রোনালদো লেখেন, "কখনও কখনও স্বপ্নকে অপেক্ষা করতে হয়। আমি দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত।"
এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে মেসির ইন্টার মায়ামিও কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরে বিদায় নেয়। প্রথম লেগেও তারা হেরেছিল ২-১ গোলে। ম্যাচ শেষে কোচ মাশ্চেরানো বলেন, ফাইনালে খেলতে চেয়েছিলাম, কিন্তু প্রতিপক্ষ দুটি ম্যাচেই ভালো খেলেছে। এখন আমাদের লক্ষ্য এমএলএস কাপ।