Bangla
3 days ago

এক্সপ্রেসওয়েতে সিএনজি ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দিল ডিএমপি

Published :

Updated :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে নির্দিষ্ট টোল পরিশোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে চলাচলের সময় তাদেরকে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা বজায় রেখে এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করতে হবে।

ডিএমপি জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে ও নিয়ম ভাঙা ঠেকাতে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লন্ডন থেকে দেশে ফিরবেন। এ উপলক্ষে বিমানবন্দর ও গুলশান পর্যন্ত সড়কে জনসমাগমের সম্ভাবনা থাকায় যান চলাচল নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণকে রাস্তার পরিবর্তে ফুটপাতে অবস্থান করতে অনুরোধ করেছে ডিএমপি।

Share this news