Published :
Updated :
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা। এছাড়া শীর্ষস্থানীয় বৈশ্বিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাপ্লাই চেইন বাংলাদেশে স্থানান্তরে উৎসাহিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন ড. এনগোজি।
তিনি বলেন, ডব্লিউটিও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া মসৃণ করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বাংলাদেশে স্থানান্তরে কাজ করবে। "আমি বৈশ্বিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বলেছি, কেন বাংলাদেশ নয়?"— উল্লেখ করে তিনি বাংলাদেশে সাপ্লাই চেইন বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন।
অধ্যাপক ইউনূস ড. এনগোজির নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্ব বৈশ্বিক বাণিজ্য আলোচনায় নতুন গতিশীলতা এনেছে। তিনি আরও বলেন, তরুণ প্রযুক্তি-দক্ষ কর্মীদের মাধ্যমে বাংলাদেশ সহজেই একটি বৃহৎ উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন যে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকার নানা গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে। চট্টগ্রাম বন্দরের জট কমানোর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বৈঠকে ড. এনগোজি মৎস্য ভর্তুকি চুক্তি অনুমোদনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান, যার প্রসঙ্গে অধ্যাপক ইউনূস ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে উন্নয়নের জন্য বিনিয়োগ সুবিধা চুক্তির বাস্তবায়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে ড. এনগোজি বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্যোগ ও সাহসিকতায় মুগ্ধতার কথা জানান। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় তাদের ভূমিকা ও বার্তা উদাহরণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মুর্শেদ।