Bangla
2 days ago

এনআইডি সংশোধনে ছয় মাসে প্রায় ৯ লাখের বেশি আবেদন নিষ্পত্তি: ইসি

Published :

Updated :

গত ছয় মাসে প্রায় ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে প্রায় ৭৬ হাজার আবেদন। 

আজ বুধবার (২ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, এনআইডি সংশোধন সংক্রান্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’-এর কারণে নাগরিকদের ভোগান্তি অনেকটাই কমেছে এবং প্রতি মাসে সংশোধনের আবেদনও কমে এসেছে। সচিব আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এনআইডি সেবায় আর হয়রানির অভিযোগ থাকবে না।

সচিব আরও জানান, ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনিষ্পন্ন আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি। এরপর ছয় মাসে নতুন আবেদন পড়ে ৬ লাখ ৫ হাজার ৫২০টি। সব মিলিয়ে মোট আবেদন হয় ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি, যার মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আগে প্রতি মাসে গড়ে এক লাখ আবেদন পড়লেও এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ৮০ হাজারে। বর্তমানে বাকি আছে ৭৬ হাজার ৬৯৪টি আবেদন।

তিনি আরও বলেন, এনআইডি সংশোধন নিয়ে আগে নানা ধরনের হয়রানির অভিযোগ থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচন কমিশন চারটি ক্যাটাগরিতে ভাগ করে কাজ করছে, যেখানে প্রয়োজনীয় দলিলাদি দেখে শুনানির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

সচিব বলেন, নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে, এবং আগামী কয়েক মাসে তা আরও উন্নত হবে বলে আশা করা যায়।

Share this news