Bangla
3 days ago

এনবিআরের বিভাজন বহাল থাকবে: অর্থ উপদেষ্টা

Published :

Updated :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগের মতোই দুই বিভাগে বিভক্ত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার বিষয়ে যে ভুল বোঝাবুঝি ছিল, তা এখন কেটে গেছে। 

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন, এখন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করবে। 

উল্লেখ্য, ১২ মে জারি করা প্রজ্ঞাপনে এনবিআরকে দুই ভাগে ('রাজস্ব নীতি' ও 'রাজস্ব ব্যবস্থাপনা') বিভক্ত করা হয়। কর্মকর্তারা অভিযোগ করছেন, এতে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে এবং তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ কারণেই কর্মকর্তারা গত কয়েকদিন ধরে কলমবিরতি পালন করে আসছেন। 

Share this news