Published :
Updated :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই সদস্য একে এম বদিউল আলম, লুৎফুল আজিমসহ ১৭ জন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে সম্পদের বিবরণ চেয়ে ইতোমধ্যে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি জানান, এনবিআরের সংস্কার আন্দোলনের পটভূমিতে অতিরিক্ত কমিশনার হাসান তারেকসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে কর ফাঁকির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। দেড় মাসের তদন্তে ওই ১৭ কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মেলে।