Published :
Updated :
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) এ বৈঠকের তথ্য ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে।
বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই সারাহ কুক এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ দলের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন।
আলোচনায় যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিক নিয়ে আলোচনা হয়।