Bangla
2 days ago

এনসিপির হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

Published :

Updated :

রাজধানীর ধানমন্ডিতে এক প্রকাশকের বাসার সামনে বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনায় আটক হওয়া তিন সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়।

এ ঘটনায় এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, যা বুধবার (২১ মে) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এনসিপির শৃঙ্খলা কমিটিতে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে হান্নান মাসউদকে।

আটক হওয়া তিনজনের মধ্যে মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে নৈতিক স্খলনের কারণে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপর দুজন হলেন—আফারহান সরকার দিনার ও মো. উল্লাহ জিসান। তবে জিসানের সংগঠনে কোনো পদ নেই।

এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, “খোঁজ নিতে গিয়েছিলাম, ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে। ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত, আমরা তা তদন্ত করছি।” 

Share this news