Bangla
7 months ago

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি অনুমোদন

Published :

Updated :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপদেষ্টা পরিষদ গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অনুমোদন দিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৫ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় শুক্রবার।

গঠিত সার্চ কমিটির সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন — তাজনূভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, অর্পিতা শ্যামা দেব, খালেদ সাইফুল্লাহ, আলাউদ্দীন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, মীর আরশাদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, দিলশানা পারুল এবং খান মুহাম্মদ মুরসালীন।

 

Share this news