Bangla
2 days ago

এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১ হাজার কোটির জমি জব্দের আদেশ

Published :

Updated :

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৫৬৩ দশমিক ৫৭ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের বাঁশখালিতে এই জমির দলিল মূল্য ১ হাজার ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা। 

রোববার (২৭ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। 

আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং তাদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। 

এর আগে ২৩ এপ্রিল আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের ১৫৯ দশমিক ১৫ একর জমি ক্রোকের আদেশ দেন, যার বাজার মূল্য ৪০৭ কোটি টাকা। 

Share this news