Bangla
20 hours ago

এস আলমের ছয় কারখানা বন্ধ ঘোষণা

Published :

Updated :

দেশের আলোচিত শিল্পগ্রুপ এস আলম মালিকানাধীন ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গ্রুপটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর মধ্যে একটি বিজ্ঞপ্তিতে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। অপর বিজ্ঞপ্তিতে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। কারখানা ছয়টির মধ্যে পাঁচটি কর্ণফুলী এবং একটি বাঁশখালী উপজেলায় অবস্থিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।

এদিকে পুলিশ জানিয়েছে, মোট ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কর্ণফুলী থানার দুটি স্থানে শ্রমিকরা জড়ো হয়েছেন। বাঁশখালী উপজেলায় এস আলমের মালিকানাধীন কোনো কারখানায় বিক্ষোভের তথ্য নেই।

Share this news