Bangla
4 days ago

ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, ভোট ঠেকাতে চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

Published :

Updated :

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে—এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বানচাল ও জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। নানা কৌশলে দেশকে অস্থির করার অপচেষ্টা করা হচ্ছে।

আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা নির্বাচন চাই এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে।”

তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “ভাবা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ভয় পাবে ও সরে যাবে। কিন্তু বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। আমরা শহীদদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি, ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠব।”

তিনি আরও বলেন, “বিএনপিকে উত্তেজিত করে একটি ফাঁদে ফেলতে চাচ্ছে তারা। কিন্তু আমরা সতর্ক। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়েছি, ভবিষ্যতেও প্রতিরোধ গড়ে তুলব।”

লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর কিছু মানুষের ‘মাথা খারাপ হয়ে গেছে’ মন্তব্য করে ফখরুল বলেন, “যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।”

Share this news