Bangla
4 days ago

ফেনীর বাঁধ প্রকল্প ‘এক নম্বর মানের’ হতে হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

Published :

Updated :

ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ ‘এক নম্বর মানের’ হতে হবে।

শনিবার (১২ জুলাই) ফুলগাজীর আলী আজম উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “এটা ছোট প্রকল্প নয়, দক্ষ ও যোগ্যদের দিয়েই কাজ করাতে হবে।”

তিনি জানান, বর্তমান বাঁধ পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট নয়। টেকসই বাঁধ নির্মাণে প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এসময় বানভাসি মানুষজন ত্রাণ না পাওয়ার অভিযোগ জানালে উপদেষ্টা আশ্বাস দেন, সব অনিয়ম খতিয়ে দেখা হবে।

Share this news