ফেনীতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

Published :
Updated :

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল— ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত জাহান লিহান (৮)। ফারাবী ইম্পেরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। লিহান ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী সামছুল হকের ছেলে। উভয়ের পরিবার পৌর এলাকার শেখ ভবনে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে দুই শিশু নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে পাশের আবুল খায়েরের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কীভাবে তারা সেখানে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

For all latest news, follow The Financial Express Google News channel.