Bangla
5 days ago

ফের বাড়ল সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

Published :

Updated :

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্বতন পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (এছাড়া কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তাদেরও) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আগামী ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে, গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয়েছিল। পরে ৩০ সেপ্টেম্বর এ ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের।

পরে ১৫ নভেম্বর এবং চলতি বছরের ১২ জানুয়ারি মেয়াদ দুই দফায় ৬০ দিন করে বাড়ানো হয়। একই সঙ্গে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সামরিক কর্মকর্তাদেরও এই ক্ষমতার আওতায় রাখা হয়। এবারও আগের ধারাবাহিকতায় মেয়াদ আরও দুই মাস বাড়ানো হলো। 

Share this news