Bangla
2 days ago

ফের বাড়লো সোনার দাম

Published :

Updated :

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১,৩৬৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (রিফাইন্ড সোনা) দাম বৃদ্ধির কারণে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য রোববার (১৮ মে) থেকে কার্যকর হবে।

শনিবার (১৭ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Share this news