
Published :
Updated :

আবারও একবার ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে ফিরবেন বাংলাদেশের সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন মেয়েরা। ২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন মেয়েদের জানান হবে বর্ণিল সংবর্ধনা।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টায় নেপালের কাঠমান্ডু থেকে ঢাকায় পৌঁছাবে চ্যাম্পিয়ন মেয়েরা। বাফুফে সূত্র জানায়, তাদের জন্য প্রস্তুত করা হচ্ছে বিআরটিসির একটি ছাদখোলা বাস।
২০২২ সালে বিজয়ীদের স্বাগত জানাতে ছাদ খুলে দেওয়া দোতলা বাসটি এখনো মতিঝিল ডিপোতে আছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই বাসটির পরিষ্কার করার কাজ শুরু হয়। সকালে বিজয়ী মেয়েদের ছবি সংবলিত স্টিকার বাসে সেঁটে দেওয়া হয় বাসের গায়ে।
বিকেলে সাবিনা এবং তার সহকর্মীরা বাফুফে ভবনে আসলে তাদের স্বাগত জানাবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ইতিমধ্যে টেলিফোনে চ্যাম্পিয়ন মেয়েদের সাথে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে গতকাল বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে তাদের শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল।

For all latest news, follow The Financial Express Google News channel.