
Published :
Updated :

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ জুন) ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এ আদেশ দেয়া হয়।
এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার হত্যা মামলায়, সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে পল্টন থানার হত্যা মামলায় এবং ডিএমপির সাবেক উপ কমিশনার মো শহিদুল্লাহকে ভাটারা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।
এর আগেও একাধিক মামলায় তাদের গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.