Bangla
2 days ago

দীর্ঘ সফর শেষে কিছুটা অসুস্থ খালেদা জিয়া

ফিরোজায় নেতাকর্মীদের ভিড় ও স্লোগান থেকে বিরত থাকার আহ্বান বিএনপি মহাসচিবের

Published :

Updated :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দীর্ঘ সফরের পর কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বর্তমানে তিনি বিশ্রামে আছেন। নেতাকর্মীদের স্লোগান না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

আজ মঙ্গলবার (৬ মে) গুলশানের ফিরোজা ভবনের সামনে উপস্থিত হয়ে মির্জা ফখরুল বলেন, " ম্যাডাম (খালেদা জিয়া) এখন কিছুটা অসুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি পুরোপুরি বিশ্রামে আছেন এবং ঘুমাচ্ছেন। তাই নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই বাসার সামনে ভিড় করবেন না, যার যার বাড়িতে ফিরে যান। এখানে কোনো ধরনের গোলযোগ বা স্লোগান দেবেন না।" 

তিনি আরও বলেন, " দলের পক্ষ থেকে অনুরোধ করছি, ম্যাডামের স্বাস্থ্যের কথা বিবেচনা করে কেউ এখানে ভিড় করবেন না। সবাইকে শান্তভাবে ফিরে যেতে হবে, যেন তিনি নিরবিচারে বিশ্রাম নিতে পারেন।" 

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থেকে দীর্ঘ সফর শেষে গাড়িবহর নিয়ে গুলশানের ফিরোজা ভবনে পৌঁছান খালেদা জিয়া। এ সময় নেতাকর্মীরা তার বাসার সামনে স্লোগান দিতে শুরু করলে এ অনুরোধ জানান মির্জা ফখরুল।

Share this news