Bangla
2 days ago

ফ্ল্যাট কেলেঙ্কারিতে টিউলিপ সিদ্দিককে দুদকের জিজ্ঞাসাবাদ, ১৪ মে হাজিরার নির্দেশ

Published :

Updated :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। 

ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে কোনো টাকা পরিশোধ না করে গুলশানের অভিজাত এলাকায় ফ্ল্যাট নেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানাতে আগামী ১৪ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে ) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান গতকাল বুধবার (৭ মে) ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় ওই নোটিশ পাঠানো হয়েছে। 

টিউলিপের নামে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে কোনো অর্থ পরিশোধ না করে ফ্ল্যাট দখলে নেওয়া এবং পরে তা রেজিস্ট্রির মাধ্যমে গ্রহণের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে তার বক্তব্য অত্যন্ত প্রয়োজন। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে, এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

এর আগে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনকে ৮ মে দুদকে ডাকা হয়েছিল।

Share this news