Bangla
5 hours ago

গাজা সংকট নিয়ে আলোচনায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রোববার (৬ জুলাই) ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

এ সময়য়গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষ ও যুদ্ধবিরতি বিষয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। কয়েকদিন ধরেই ট্রাম্প আশাবাদী বক্তব্য দিয়ে আসছেন যে, শিগগিরই গাজায় একটি যুদ্ধবিরতির চুক্তি হবে।

তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাসকে ক্ষমতায় রেখে কোনো সমঝোতায় ইসরায়েল রাজি হবে না। 

তিনি বলেন, “আমরা এমন পরিস্থিতি তৈরি হতে দেব না, যা অপহরণকারী ও হত্যাকারীদের উৎসাহিত করে। এর অর্থ হচ্ছে, হামাসের সামরিক শক্তি সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং গাজা থেকে তাদের সরিয়ে দেওয়া।”

নেতানিয়াহু আরও দাবি করেন, ইসরায়েল শিগগির এমন কিছু দেশের সঙ্গে শান্তিচুক্তি করতে যাচ্ছে, যা আগে কেউ কল্পনাও করেনি। সাম্প্রতিক সময় সিরিয়া, লেবানন এবং সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনার কথা উঠলেও, সৌদি আরব জানিয়ে দিয়েছে যে, তাদের প্রধান অগ্রাধিকার এখন গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিত করা। 

Share this news