Bangla
2 days ago

গাজা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে আগামী সপ্তাহে: ট্রাম্প

Published :

Updated :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, আগামী সপ্তাহে গাজা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এবং তিনি এ বিষয়ে আশাবাদী। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।

মরিস্টউন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি খুবই আশাবাদী।" 

তিনি আরও বলেন, এটি প্রতিদিন বা দিনে দিনে পরিবর্তিত হতে পারে। 

যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নে ট্রাম্প বলেন, হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। তবে তিনি জানান, এ বিষয়ে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং দেওয়া হয়নি। তিনি বলেন, আমাদের এটি শেষ করতে হবে। গাজা সম্পর্কে আমাদের কিছু করতে হবে। 

Share this news