Published :
Updated :
স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পাঠিয়েছে। এক বিবৃতিতে হামাস জানায়, “যত দ্রুত সম্ভব আলোচনার নতুন পর্বে অংশ নিতে আমরা আন্তরিকভাবে প্রস্তুত।”
এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, হামাস প্রস্তাবের রূপরেখার সঙ্গে একমত হলেও সেখানে কিছু সংশোধনী চেয়েছে। এর মধ্যে রয়েছে—যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ব্যর্থ হলেও যেন নতুন করে সংঘাত শুরু না হয়, তার নিশ্চয়তা চাওয়া।
ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে অতীতে এমন দাবি মানতে তারা অনীহা দেখিয়েছে।
নতুন প্রস্তাবে জীবিত ১০ জিম্মি ও মৃত ১৮ জনের মরদেহ বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, জাতিসংঘ তত্ত্বাবধানে গাজায় ত্রাণ সরবরাহ এবং বিতর্কিত জিএইচএফ ব্যবস্থার অবসানের প্রস্তাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামাসের আরেকটি প্রধান দাবি হলো—ইসরায়েলি সেনা যেন অবিলম্বে তাদের আগের অবস্থানে ফিরে যায়, শুধু ধাপে ধাপে নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ওই সময়ের মধ্যেই স্থায়ী শান্তির পথ তৈরি করা হবে। তিনি হামাসকে এ প্রস্তাবকে ‘চূড়ান্ত’ হিসেবে গ্রহণের আহ্বান জানান।
এদিকে, শুক্রবার গাজা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে খান ইউনিসে একটি আশ্রয় শিবিরে ১৫ জন প্রাণ হারিয়েছেন।
হামাস বলছে, যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলেও যেন আর কোনো ইসরায়েলি অভিযান না হয়—তারা এমন নিশ্চয়তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে চাইছে।