Published :
Updated :
গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।
সরকারি সফরে বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন রুবিও। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গাজাবাসী যে অসহনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, সেটার প্রতি আমরা উদাসীন নই। এ বিষয়টি আমি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।”
রুবিও আরও জানান, “আমি নেতানিয়াহুকে বলেছি যে গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা যুক্তরাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা বিশ্বাস করি, এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য হামাসকে দমন করা জরুরি। তবে এই কাজের জন্য দিনের পর দিন সাধারণ গাজাবাসীকে সীমাহীন দুর্ভোগের মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, গত ১ মার্চ থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় খাদ্য, পানি ও ওষুধসহ ত্রাণবাহী যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না। এতে গাজায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক মহল ইসরায়েলের ওপর তীব্র চাপ অব্যাহত রেখেছে। তবে নেতানিয়াহুর দাবি, এখন ত্রাণ সরবরাহের অনুমতি দিলে তা হামাসের হাতে চলে যাবে এবং তারা রাজনৈতিকভাবে ব্যবহার করবে।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কো রুবিও বলেন, “এমন আশঙ্কা পুরোপুরি ভিত্তিহীন নয়। তবে আমরা এ পরিস্থিতি মোকাবিলায় একটি পরিকল্পনা করছি এবং খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। যাতে ত্রাণ বিতরণের সময় হামাসের হাতে তা না যায়।”