Bangla
3 days ago

গাজায় আইডিএফ-এর অভিযানে ২৪ ঘণ্টায় নিহত ৪৩

Published :

Updated :

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক চালানো বিমান হামলায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত ৭৭ জন আহত হয়েছেন। এই তথ্য এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। সর্বশেষ এই অভিযানের পর, গত দেড় বছরে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯১ জন। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৫৬ শতাংশ।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায়। সেই হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে তারা। এরপর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

প্রায় ১৫ মাস টানা অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও, হামাসের সঙ্গে মতবিরোধের কারণে যুদ্ধবিরতির দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে আবার সামরিক অভিযান শুরু করে আইডিএফ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই দ্বিতীয় দফার অভিযানে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৩ শতাধিক মানুষ নিহত এবং ৬ হাজারের বেশি আহত হয়েছেন।

হামাসের হাতে যাওয়া ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, তাদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে।

এদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল বেশ কয়েকবার ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগেও মামলা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে দুর্বল করা এবং জিম্মিদের মুক্তি না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।

Share this news