Bangla
2 days ago

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৯২

Published :

Updated :

গাজার মধ্যাঞ্চলের একটি পানি বিতরণ কেন্দ্রে ইসরাইলি হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছে ৬ শিশু।

চিকিৎসা ও স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রোববার (১৩ জুলাই) ইসরাইলি বাহিনী গাজাজুড়ে আবাসিক এলাকা এবং বাস্তুচ্যুত শিবির লক্ষ্য করে হামলা চালিয়ে কমপক্ষে ৯২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে ৫২ জনই গাজা সিটিতে।

নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত পানি বিতরণ কেন্দ্রে এই প্রাণঘাতী হামলা ঘটে এমন সময়ে, যখন ইসরাইল দক্ষিণ গাজার দিকে সকল বাসিন্দাকে সরে যেতে বাধ্য করছে এবং আক্রমণের মাত্রা আরও জোরদার করছে।

গাজা সিটি থেকে রিপোর্ট করা আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, গাজা উপত্যকার মানুষ মারাত্মক পানির সংকটে রয়েছে। তিনি বলেন, “নুসেইরাতসহ অনেক এলাকায় পানি এতটাই দূষিত যে তা পান করার উপযোগী নয়, তবুও মানুষ তৃষ্ণার তাড়নায় সেইসব কেন্দ্রের কাছাকাছি যেতে বাধ্য হচ্ছে।”

শনিবারও (১২ জুলাই) গাজায় ইসরাইলের অবিরাম বোমাবর্ষণে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে রাফায় ইসরাইলি ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ স্থানে খাবারের জন্য অপেক্ষারত ৩৪ জন রয়েছেন।

Share this news