Bangla
6 days ago

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

Published :

Updated :

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৮১ ফিলিস্তিনি । আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রোববার সারাদিন ধরে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং একাধিক পরিবারের সদস্য রয়েছেন বলে স্থানীয় সূত্র ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

এর মধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল-নাসর এলাকায় দুটি বসতবাড়িতে চালানো বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ওইসব বাড়িতে আগে থেকে আশ্রয় নেওয়া ছিল বাস্তুচ্যুত বহু পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, দক্ষিণ গাজার ওয়াদি গাজা এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গোলাবর্ষণে আরও ৪ জন নিহত হন, আহত হন অন্তত ২৫ জন। আল-আউদা হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজা শহর ও মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো হামলায় আরও ৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এদিকে, আল-সাফতাওয়ি এলাকায় একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন তিন ভাই। শেখ রাদওয়ান অঞ্চলের এক আশ্রয়কেন্দ্রের তাঁবুতে ড্রোন হামলায় নিহত হন আরও ৩ জন।

শাতি শরণার্থী শিবিরের একটি স্কুলেও বিমান হামলা চালানো হয়, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। এতে অন্তত ৭ জন নিহত হন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

Share this news