Bangla
4 days ago

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৫

Published :

Updated :

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে নিহত হয়েছেন আরও ৭৫ জন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনীর লাগাতার ও নির্বিচার বোমা হামলায় গাজা সিটির বিভিন্ন পাড়া-মহল্লা একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আতঙ্কিত মানুষজন এলাকা ছাড়তে চাইছেন, কিন্তু গোটা গাজা উপত্যকায় কোথাও নিরাপদ আশ্রয় নেই। প্রায় ২৩ মাস ধরে চলছে এই নিষ্ঠুর হামলা।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ইতিমধ্যেই গাজা সিটিকে ‘আতঙ্কের নগরী’ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচজন প্রাণ হারান, যাদের মধ্যে তিনজন ছিলেন শিশু।

হামলার পর পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষতিগ্রস্ত তাঁবুগুলোর সামনে ফিলিস্তিনিরা তাঁদের ছিন্নভিন্ন মালপত্র গুছিয়ে নিচ্ছেন।

এছাড়া গাজার জেইতুন, সাবরা, তুফাহ, নাসর এবং শুজাইয়া এলাকায় ভয়াবহ বোমা হামলার খবর পাওয়া গেছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, তুফাহ এলাকায় অন্তত আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

শুজাইয়ায় এক আবাসিক ভবনে বিমান হামলায় দুইজন মারা গেছেন। আর জেইতুনে ধ্বংসস্তূপের নিচ থেকে আল-ঘাফ পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, মানুষ নিরাপত্তার খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ছুটছেন, কিন্তু যেখানে যাচ্ছেন, সেখানেও ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ থেমে নেই।

অনেকে আশ্রয় নিয়েছিলেন শেখ রাদওয়ান এলাকায়, তবে সেখানেও ইসরায়েলি ট্যাংক প্রবেশ করে ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে এবং তাঁবুগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। 

Share this news